আগস্ট ১১, ২০১৮
কেশবপুরে মা ও শিশু স্বাস্থ্য সেবায় ধ্বস
শেখ শাহীন, কেশবপুব: চরম অবহেলা, উদাসীনতা, বদলী ও ছুটিজনিত কারণে কেশবপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার (মা ও শিশু স্বাস্থ্য) না থাকায় মা ও শিশু স্বাস্থ্য সেবায় ধ্বস নেমেছে। ডাক্তার আব্দুল বারীর বদলী ও ডা. তামান্না পারভীনের ছুটির কারণে সংশ্লিষ্ট বিভাগের মেডিকেল অফিসারের কক্ষ গত ২০ দিন ধরে তালাবদ্ধ রয়েছে। এ কারণে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা সেবা না পেয়ে চরম হয়রানির শিকার হচ্ছেন। 8,587,214 total views, 3,900 views today |
|
|
|