কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে বেসরকারি সংস্থার বিন্দু’র উদ্যোগে দুইশ মহিলার মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সংস্থার সভাপতি জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে চারা বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনোজিৎ কুমার মন্ডল। ‘সামাজিক বনায়ন আমাদের আজীবন প্রকল্প’ তারই প্রেক্ষিতে চারা বিতরণকালে আরও উপস্থিত ছিলেন বিন্দু’র উপদেষ্টা অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহীম, সংস্থার কো-অর্ডিনেটর কানিজ সাইমা, প্রকল্প কর্মকর্তা ফারজানা ইয়াসমিন প্রমুখ।
8,811,668 total views, 17,913 views today