কাদাকাটি (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনিতে ১৬ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টে টেংরাখালী ইয়ংস্টার ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। রোববার (২৬ আগস্ট) বিকালে চাঁদের হাসি স্পোর্টিং ক্লাবের আয়োজনে কাদাকাটি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলায় টেংরাখালী ইয়ংস্টার ক্লাব ও কাদাকাটি দঃপাড়া ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলায় ইয়ংস্টার ক্লাব ৩-২ গোলের ব্যবধানে জয়লাভ করে। খেলা পরিচালনা করেন প্রসেনজিৎ সরকার। এসময় সহযোগিতা করেন বিপুল সরকার ও পবিত্র সরকার। খেলা শেষে শিক্ষক দিলিপ ম-লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার দীপ উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ১ম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ ও রানার্সআপ দলকে একটি মনিটর তুলে দেন। এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য শাশ্বতী রানী সরকার, অমৃত সানা, মেম্বর সুভাষ মণ্ডল প্রমুখ।