কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ২০১৮-১৯ অর্থবছরের রাজস্ব খাতে অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষা প্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত কর্মসূচির আওতায় এই পোনা অবমুক্ত করা হয়। এসময় উপজেলা পরিষদ পুকুর, থানা পুকুর, ধানদিয়ার আশ্রয়ন প্রকল্প পুকুর, কেরালকাতা আশ্রয়ন প্রকল্প পুকুর, বোয়ালিয়া মসজিদ পুকুর, বঙ্গবন্ধু মহিলা কলেজ পুকুর, মুরারীকাটি বিল, হুলহুলিয়া বিলসহ ১২টি উন্মুক্ত জলাশয় ও পুকুরে প্রায় ৪৫৫কেজি বিভিন্ন জাতের মাছে পোনা অবমুক্ত করা হয়েছে। উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন ও উপজেলা ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য অফিসার বজলুর রহমান সরদার, মৎস্য স¤প্রসারণ অফিসার পঙ্কজ বাহাদুর, ক্ষেত্র সহকারি সুমন কুমার সেন, আব্দুল মালেক, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, মৎসজীবী সমিতির নেতা বিপল পোদ্দার, ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ অফিসার অশোর কুমার মুখার্জি প্রমুখ।
8,881,928 total views, 1,329 views today