কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ব্র্যাকের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ব্র্যাক শিক্ষা কর্মসূচির আয়োজনে পৌর সদরের মডেল হাই স্কুল মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন ও ব্র্যাক শিক্ষা কর্মসূচির উপজেলা সিনিয়র শাখা ব্যবস্থাপক কাজল কান্তি ভট্রাচার্য। এ সময় আরও উপস্থিত ছিলেন, স্কুলের সহকারি শিক্ষক জহিরুল, উত্তম কুমার, ব্র্যাক শিক্ষা কর্মসূচির সংগঠক জুম্মান আলী, অনিমা দাস, রিতা মন্ডল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ব্র্যাক শিক্ষা কর্মসূচির উপজেলা সংগঠক মনোয়ারা খাতুন।