কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ট্রাফিক সপ্তাহ উপলক্ষ্যে যানবাহন ও চালকদের কাগজপত্র যাচাই করা হয়েছে। মঙ্গলবার (৭ আগস্ট) সকাল থেকে উপজেলার বিভিন্ন পয়েন্টে থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।
পৌরসভাধীন শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল মোটরসাইকেল, মাইক্রো, প্রাইভেটকার, পিকআপসহ অন্যান্য যানবাহনের কাগজপত্র ও এগুলোর চালকদের ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ শরিফুল ইসলাম।