আশাশুনি প্রতিনিধি: আশাশুনির দীঘলারআইট হাইস্কুলের সভাপতি নির্বাচিত হয়েছেন সোহরাব হোসেন জোয়ার্দার। মঙ্গলবার (১৪ আগস্ট) উপজেলা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত নির্বাচন পরিচালনা করেন প্রিজাইডিং অফিসার রিসোর্স ইন্সট্যাক্টর মহিতোষ কর্মকার। সভাপতি পদে দুই প্রার্র্থীর মধ্যে চেয়ার প্রতীক নিয়ে সোহরাব হোসেন জোয়ার্দার পাঁচ ভোট পেয়ে নির্র্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মাজেদ (ছাতা) পেয়েছেন তিন ভোট। নির্বাচনে একজন অভিভাবক সদস্য অনুপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন দাতা সদস্য মহব্বত সানা, প্রধান শিক্ষক বিকাশ রঞ্জন মৃধা, অভিভাবক সদস্য হাজেরা খাতুন, হাকিম গাইন, বাবু, হযরত আলী, শিক্ষক প্রতিনিধি শফিকুল ইসলাম, অমিয় কৃষ্ণ মিদ্দার, বুলবুল আক্তার, এসআই দেলোওয়ার হোসেন, এএসআই ফেরদৌস হোসেন প্রমুখ।