আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বিভিন্ন মামলায় পাঁচ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, বুধবার (১ আগস্ট) আশাশুনি সদরের বাইপাস সড়ক থেকে ১৫(৮)১৮ নং মামলায় অভিযুুক্ত শ্রীকলস গ্রামের ইমদাদুল গাইনের ছেলে মিনারুল ইসলাম ও আশাশুনি সদরের আবুল হোসেনের ছেলে ইদ্রিস আলীকে, শ্বেতপুর গ্রামের সোহরাব সানার ছেলে ৩৫৪/১৮ নং নারী-শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত জাহিদ হোসেনকে, প্রতাপনগর গ্রামের মোকছেদ সরদারের ছেলে সিআর ২৬৭/১৬ নং মামলায় অভিযুক্ত জালাল সরদারকে ও সাইদ সরদারের ছেলে ৩৫/১৮ নং মামলায় অভিযুক্ত নাজমুল ইসলামকে গ্রেফতার করা হয়। আশাশুনি থানার এসআই সঞ্জীব সমাদ্দার জানান, বৃহস্পতিবার (২ আগস্ট) তাদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
8,413,390 total views, 1,543 views today