Site icon suprovatsatkhira.com

৬ সেপ্টেম্বর উদ্বোধন হচ্ছে জেলার সর্ববৃহৎ সিবি হসপিটাল

বাহলুল করিম: সাতক্ষীরার সর্বাধুনিক ও সর্ববৃহৎ বেসরকারি প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার ‘সিবি হসপিটাল লিমিটেড’ উদ্বোধন হচ্ছে আগামী ৬ সেপ্টেম্বর।
শীতাতপ নিয়ন্ত্রিত ১০০ শয্যাবিশিষ্ট এই হসপিটাল ‘স্বাস্থ্য সেবায় অনন্য’ স্লোগানে সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু করবে। দক্ষ ডাক্তার, ল্যাব টেকনিশিয়ান ও দক্ষ সিস্টার্সদের সমন্বয়ে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষাসহ ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা প্রদান করবে হসপিটালটি।
এছাড়া জরুরী রোগীদের দ্রুত চিকিৎসা সেবা প্রদানের জন্য থাকবে ২৪ ঘণ্টা ইমারজেন্সি ইউনিট ও অ্যাম্বুলেন্স সার্ভিস। থাকবে অতিরিক্ত সুযোগ সুবিধাও। যা সাতক্ষীরা জেলায় প্রথম।
সিবি হসপিটাল সূত্রে জানা যায়, সেবা গ্রহীতাদের সুচিকিৎসা নিশ্চিত করতে অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ চিকিৎসা সরঞ্জাম দিয়ে সাজানো হয়েছে সিবি হসপিটালের প্রতিটি ইউনিট। এখানে থাকছে জার্মানির অত্যাধুনিক MRI-1.5T ও CT-Scan (32 Slice)মেশিন। এছাড়া ফ্রান্সের ব্রেস্ট ক্যান্সার পরীক্ষার Mammography X-ray, Digital Radio (True), হাড়ের ঘণত্ব নির্ণয়ের Bone Menaral Density (BMD), চোয়ালের এক্স-রে করার OPG and Dental X-ray, রোগীদের পাশে গিয়ে তাৎক্ষণিক এক্স-রে করার Portable X-ray, আল্ট্রাসোনো ও ইকো করার 4D Ultrasono and ECHO ও রোগীদের পাশে গিয়ে তাৎক্ষণিক আল্ট্রাসোনো করার Portable Ultrasono।
হসপিটাল সূত্রে আরও জানা যায়, সিবি হসপিটালের ল্যাবে রয়েছে অত্যাধুনিক ফুল অটো সিস্টেম সমৃদ্ধ যন্ত্রপাতি। এর মধ্যে রক্তের বিভিন্ন ইনফেকশনের ধরণ পরীক্ষার ফুল অটো হেমাটোলজি অ্যানালাইজার, লিভার, কিডনী, হার্ট, রক্তের চর্বি ও ডায়াবেটিস পরীক্ষার ফুল অটো বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার, সকল ধরণের হরমোন পরীক্ষার ফুল অটো হরমোন অ্যানালাইজার, রক্তের বিভিন্ন ক্যান্সারের জীবাণু নির্ণয়ের Full Auto Immunoassary Analyzer, প্রসাবের সকল পরীক্ষার ফুল অটো ইউরিন অ্যানালাইজার, রক্তের ইনফেকশনের পরিমাণ নির্ণয়ে Full Auto ESR Analyzer, সাতক্ষীরায় প্রথম রক্তের কালচার নির্ণয়ে Full Auto Blood CS Analyzer, রক্তের অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডসহ বিভিন্ন গ্যাস পরীক্ষার জন্য Full Auto Blood Gas Analyzer রয়েছে।
হসপিটালে মুমূর্ষু রোগীদের জন্য রয়েছে সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ICU, CCU ও NICU এর সুব্যবস্থা। এছাড়া ছয়টি ওয়ার্ডে ৬০টি অত্যাধুনিক 3 Folding Bed ও কেবিনে ৪০টি অত্যাধুনিক 5 Folding Bed রয়েছে। প্রতিটি ওয়ার্ড ও কেবিন সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। টিভি, ফ্রিজ, কার্ডিয়াক মনিটর, সোফা ও ডায়ানিং টেবিলসহ আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ভিআইপিদের জন্য ১০টি বেড রয়েছে।
এছাড়া হসপিটালে ডায়ালাইসিস ইউনিটে থাকছে কিডনী ডায়ালাইসিস, হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি পরীক্ষা ও নরমাল রোগীদের জন্যও বিভিন্ন ডায়ালাইসিসের ব্যবস্থা আছে।
আই ইউনিটে থাকছে আলাদা চেম্বার, ফ্যাকো মেশিনসহ আই ওটি, চোখ পরিষ্কার করার যাবতীয় মেশিন, কম্পিউটারাইজড পদ্ধতিতে চোখের ছানি অপারেশন ও লেন্স স্থাপন।
গ্রাস্টো ইন্টারোলোজি ইউনিটে থাকছে পাকস্থলি, লিভার ও পরিপাকতন্ত্র পরীক্ষার দক্ষ ডাক্তার। এছাড়া আলসার ও ক্যন্সার নির্ণয়েরও মেশিন থাকবে।
কার্ডিয়াক ইউনিটে থাকছে ETT, 12 Channel ECG, 4D ECHO সহ সার্বক্ষণিক দক্ষ ডাক্তার সুবিধা।
রেসপিরেটরি মেডিসিন ইউনিটে থাকছে স্পাইরেমেট্রি মেশিন। এতে অ্যাজমা ও শ্বাসকষ্টের রোগীদের রোগ নির্ণয় করা খুব সহজ হবে। ফলে চিকিৎসা দিতে খুব সহজ হবে।
ইউরোলজি ইউনিটে থাকছে সাতক্ষীরায় প্রথম ও বাংলাদেশে দ্বিতীয় ERECTILE DYSFUNCTION SHOCK WAVE THERAPY মেশিন। যদি পুরুষত্ব নষ্ট হয়ে যায় বা পুরুষাঙ্গ বেঁকে যায় তবে এই মেশিনের মাধ্যমে তা ঠিক করা সম্ভব হবে।
হসপিটালটিতে ৪টি অপারেশন থিয়েটার রয়েছে। এখানে Pre Oparative, Oparative  ও Post Oparative ইউনিট থাকবে। অপারেশনের পর রোগীদের অবজারভেশনের জন্য Post
Oparative ইউনিট কাজ করবে। রোগী নরমাল না হওয়া পর্যন্ত এই ইউনিটে রেখে অবজারভেশ

ন করা হবে। এছাড়া আরও থাকছে Fully Decorated মোটরাইজড অপারেশন বেড। অপারেশন বেডের লাইটের সাথে রেকর্ডিং ক্যামেরা থাকবে। অপারেশনের সব কিছু এই ক্যামেরায় রেকর্ড হয়ে সংরক্ষিত হবে। জীবাণুমুক্ত করার জন্য থাকছে ফুল অটো মেশিন।
নরমাল ডেলিভারির জন্য থাকবে গাইনী কনসালটেন্ট ও ধাত্রী বিশেষজ্ঞ। এছাড়া রোগীদের বেড ওঠা-নামার জন্য একটি কারগো লিফটসহ মোট ৩টি লিফট রয়েছে।
সিবি হসপিটালে দক্ষ ডাক্তার ও ব্রাদারদের সমন্বয়ে থাকছে ২৪ ঘণ্টা ইমারজেন্সি ইউনিট। এখানে Life Supporting Ventelation মেশিনে ইমাজেন্সি রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। এছাড়া রোগীদের আনা-নেওয়া করার জন্য হসপিটালে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সুবিধাও থাকছে।
সিবি হসপিটালের ICU, CCU, NICU, ইমারজেন্সি Post Oparative ইউনিটে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের (অটো) ব্যবস্থা রয়েছে। এসব ইউনিটের প্রতিটি বেডের পাশে খুব সহজেই অক্সিজেন পাওয়া যাবে। এতে আর রোগীর সাথে সাথে অক্সিজেনের সিলিন্ডার টানার প্রয়োজন হবে না। রোগীরা খুব সহজেই অক্সিজেনের সুবিধা পাবে। এছাড়া সাতক্ষীরায় প্রথম ভ্যাকুয়াম ব্লাড কালেকশন সিস্টেমও থাকছে। এই পদ্ধতিতে ব্লাড কালেকশনে রোগী কোন প্রকার ভয় পাবে না। খুব সহজেই রক্ত সংগ্রহ করা সম্ভব হবে।
সিবি হসপিটালে আরও থাকছে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা নিজস্ব ফার্মেসি সুবিধা। এখানে যাবতীয় ওষুধ ও অপারেশনের সরঞ্জাম পাওয়া যাবে। ওষুধ আনতে রোগীদের বাইরে যাওয়ার প্রয়োজন হবে না। এছাড়া নিজস্ব ক্যান্টিন, নিজস্ব ওয়াটার প্লান্ট ও নিজস্ব জেনারেটরসহ সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধাও পাবে রোগীরা।
সিবি হসপিটালের ইমারজেন্সি রোগীদের দ্রুত আনা-নেওয়া করার জন্য হেলিপ্যাডের ব্যবস্থা রয়েছে। বাইরের ডাক্তারদের আনা-নেওয়া করার জন্য রয়েছে নিজস্ব ট্রান্সপোর্ট ব্যবস্থা।
সম্পূর্ণ হসপিটাল সফটওয়্যার সিস্টেমের আওতায় থাকবে। এই সিস্টেমে কোন প্রকার কাগজ কলম ব্যবহার না করে রোগীদের যাবতীয় তথ্য খুব সহজেই সংগ্রহ করা সম্ভব হবে। এতে রোগীর নাম, বয়স ও যাবতীয় তথ্য নির্ভুলভাবে সংগ্রহ করা সম্ভব হবে।
সিবি হসপিটালের সেবা সম্পর্কে ক্লিনিক্যাল অ্যাফেয়ার্সের পরিচালক ডা. মোহাম্মদ হুমায়ূন কবিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, সিবি হসপিটালের প্রতিটি বিভাগে দক্ষ ডাক্তার, টেকনোলজিস্ট, টেকনিশিয়ান ও দক্ষ নার্সদের সমন্বয়ে রোগীদের সেবা প্রদান করা হবে। কার্ডিওলোজি, ইউরোলজি, রেসপিরেটরি মেডিসিন, ENGO Gram বাল্ব পরিবর্তন, MRI, Digital X-ray, ECHO, ল্যাব সুবিধাসহ রোগীরা সব ধরণের সুযোগ সুবিধা পাবে এখানে। হসপিটালে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সুবিধা থাকবে। সম্পূর্ণ হসপিটাল শীতাতপ নিয়ন্ত্রিত। সর্বাধুনিক সব যন্ত্রপাতি ও দক্ষ ডাক্তারদের সমন্বয়ে রোগীদের সেবা প্রদান করা হবে। পরীক্ষা-নিরীক্ষা থেকে শুরু করে রোগীর চিকিৎসা সেবা পর্যন্ত যাবতীয় খরচের উপর ১০% ডিসকাউন্টে ফি পরিশোধ করার সুযোগ থাকবে। আমরা আশা করছি সাতক্ষীরাবাসীর জন্য খুবই উন্নত মানের সেবা প্রদান করতে সক্ষম হবো।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version