ডেস্ক রিপোর্ট: বিএনপি-জামায়াত জোট সরকারের বর্বরোচিত ২১ শে আগস্ট গ্রেনেড হামালায় নিহত আইভি রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ আগস্ট) রাতে মুনজিতপুরস্থ মীর মহলে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফিরোজ কামাল শুভ্র, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য ডা. মুনছুর আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিক, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎন্সা আরা, লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার নজরুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, অধ্যক্ষ মিজানুর রহমান, যুবলীগ নেতা শেখ শফি উদ্দিন সফি, জিয়াউর বিন সেলিম যাদু, জেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আয়শা সিদ্দিকী প্রমুখ।
এসময় এমপি বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের পর বাংলাদেশের ইতিহাসের আরেকটি কলঙ্কজনক ও রক্তাক্ত দিন ২১ আগস্ট। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। ৩০ বছর পর সেই আগস্ট মাসেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করা হয়। সেই দিনের সেই চিত্র ছিল ইতিহাসের নারকীয় ঘঠনাগুলোর মধ্যে একটি। ২১শে আগস্টের খুনিদের বিচার কার্যকরের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করা হলে শহীদদের আত্মা শান্তি পাবে।’
আলোচনা সভা শেষে ২১ শে আগস্ট গ্রেনেড হামালায় নিহত আইভি রহমানসহ সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
২১ শে আগস্ট গ্রেনেড হামালায় নিহতদের স্মরণসভা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/