ডেস্ক রিপোর্ট: হিতাইলখালি বিলের ৯৫ বিঘা জমি দখলের ঘটনায় মিথ্যাচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে দুই মুক্তিযোদ্ধা।
বৃহস্পতিবার (১৬ আগস্ট) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে আশাশুনির গদাইপুরের মুক্তিযোদ্ধা রইচউদ্দিন সরদার ও ইবাদুল মোল্লা এই সংবাদ সম্মেলন করেন। এ সময় লিখিত বক্তব্যে রইচউদ্দিন সরদার বলেন, হিতাইলখালি বিলের ৯৫ বিঘা জমির এসএ রেকর্ড ও মাঠ জরিপের মালিক মুক্তিযোদ্ধা শামসুল হুদার সম্পত্তি দখলের চেষ্টা করছে জামায়াত ক্যাডার আনারুল ও তার বাহিনী। এই লক্ষ্যে ২৫ মামলার আসামি আনারুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন সাতক্ষীরা প্রেসক্লাবে ভিত্তিহীন সংবাদ সম্মেলন করে খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমের বিরুদ্ধে মিথ্যাচার করেছে। আর এর নেপথ্যে রয়েছেন আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। এই দখল চেষ্টার বিরুদ্ধে শামসুল হুদার পক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবে গত ৭ আগস্ট এক সংবাদ সম্মেলন করা হয়। তার জবাবে আনারুলের ছেলে ফরহাদ খাজরা ইউপি চেয়ারম্যানকে জড়িয়ে নানা কথা বলেছে। সংবাদ সম্মেলনে দুই মুক্তিযোদ্ধা বলেন, চেয়ারম্যান ডালিমের বাবা মোজাহারউদ্দিন ছিলেন মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তি। ১৯৭১ সালে যুদ্ধকালিন সময়ে তিনি নৌ কমান্ডো রহমতুল্লাহ দাদুর সাথে ছিলেন। তার পরিবারের সব সদস্যই মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোক। চেয়ারম্যান ডালিমের চাচাতো ভাইসহ নয় জন মুক্তিযোদ্ধা।
সংবাদ সম্মেলনে তারা আরো বলেন, শাহনেওয়াজ ডালিম বারবার খাজরা ইউপির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ছাত্র জীবনে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হয়ে ছাত্রলীগে যোগ দেন। এখন তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এর আগে তিনি ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা যুবলীগের আহবায়ক। তারা আরও বলেন, ’১৬ সালে ইউপি নির্বাচনে তার বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান বিএনপি জামায়াতের প্রার্থীকে দাঁড় করিয়ে নৌকার বিপক্ষে উসকে দেন। নির্বাচনের পর মোস্তাকিমের পেটুয়া বাহিনী বলাবাড়িয়া এলাকায় নিরীহ গ্রামবাসীকে মারপিট ও তাদের ঘরবাড়ি ভাঙচুর করে। তার অত্যাচারে জীবন বাঁচাতে ডা. সুশীল চন্দ্র দেশ ত্যাগে বাধ্য হন। এই মোস্তাকিম ২০০১ সালে সোনার দাঁড়িপাল্লা বুকে বেঁধে জামায়াতের পক্ষে নির্বাচন করেন। তার পিতা মো. মহিউদ্দিন ১৯৭১ সালে পিস কমিটির আশাশুনি উপজেলা নেতা ছিলেন। এখনও মোস্তাকিম জামায়াত ও বিএনপির পক্ষ নিয়ে শাহনেওয়াজ ডালিমসহ আওয়ামী লীগ নেতাদের হয়রানি করছেন বলে উল্লেখ করেন তারা।
সংবাদ সম্মেলনে তারা সাতক্ষীরা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম ও তার দোসর আনারুল মোল্লার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
হিতাইলখালি বিলের জমি দখলের ঘটনায় পাল্টা সংবাদ সম্মেলন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/