আগস্ট ১৬, ২০১৮
সার্কিট হাউজ-কাথণ্ডা সড়ক যেন মৃত্যু ফাঁদ, দুর্ভোগে লক্ষাধিক মানুষ
গাজী আসাদ ও এসএম নাহিদ হাসান: দীর্ঘদিন সংস্কারের অভাবে সাতক্ষীরা সার্কিট হাউজ-কাথণ্ডা সড়কের বেহাল দশার সৃষ্টি হয়েছে। খানাখন্দে ভরা এ সড়কে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না কোন যানবহন। সামান্য বৃষ্টিতেই সড়কের বড় বড় গর্তে পানি জমে নালায় পরিণত হয়। ফলে চরম ভোগান্তিতে রয়েছে সাতক্ষীরা পৌর এলাকাসহ লাগোয়া কয়েকটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ। 8,414,461 total views, 2,614 views today |
|
|
|