Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরা বাইপাস সড়কে জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

গাজী আসাদ: মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহিদের স্মরণে ৩০ লক্ষ বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে সাতক্ষীরার বাইপাস সড়কে জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (৫ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ সংলগ্ন বাইপাস সড়কে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) হুমায়ন কবীর, সিনিয়র সহকারি পুলিশ সুপার (তালা-পাটকেলঘাটা সার্কেল) অপু সরোয়ার, সিনিয়র সহকারি পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মো. ইয়াছিন আলী, জেলা বিশেষ শাখার পরিদর্শক আজম খান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, এসআই মিজানুর রহমান প্রমুখ। এসময় পুলিশ সুপার একটি আম গাছের চারা রোপণ করে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উল্লেখ্য, জেলা পুলিশের উদ্যোগে সাতক্ষীরা বাইপাস সড়কের দুই ধারে বৃক্ষরোপণ করা হবে। তারই অংশ হিসেবে প্রথম দিন এক হাজার আম, মেহগনিসহ বিভিন্ন ফলজ গাছের চারা রোপণ করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version