তালা প্রতিনিধি: তালার সাংবাদিক মো. মিজানুর রহমানের মাতা ফাতিমা বেগম (৭৫) ইন্তেকাল করেছেন। শনিবার (২৫ আগস্ট) বিকালে সুজনশাহা গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান (ইন্না লিল্লাহি….রাজেউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। শনিবার রাতেই তাকে সুজনশাহা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, সাংবাদিক মো. মিজানুর রহমানের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন তালা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, এটিএন বাংলার বিশেষ প্রতিবেদক সৈয়দ রিয়াজ, তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসেন, সহসভাপতি পিএম গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ অমল সেন, দপ্তর সম্পাদক এমএ জাফর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফারুক হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সিদ্দিক, সদস্য জয়দেব চক্রবর্ত্তী, প্রভাষক এস.আর. আওয়াল, মো. আফতাব হোসেন, কে.এম শাহীনুর রহমান, সদস্য মোমরেজ আলম, শাহীনুর রহমান, আব্দুর রহমান, সাংবাদিক ইয়াছিন সরদার, দানিয়েল বি সরকার, এহসানুল হক প্রমুখ।
সাংবাদিক মিজানুর রহমানের মায়ের মৃত্যুতে তালা রিপোর্টার্স ক্লাবের শোক
https://www.facebook.com/dailysuprovatsatkhira/