Site icon suprovatsatkhira.com

সদর হাসপাতালের সিটি স্ক্যান বিভাগে আগুন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর হাসপাতালের সিটি স্ক্যান বিভাগে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। এতে কোন ক্ষয়ক্ষতি না হলেও সিটি স্ক্যান বিভাগে স্থাপিত ট্রান্সফরমার সংশ্লিষ্ট ব্যাটারিসহ অন্যান্য যন্ত্রাংশ পুড়ে গেছে। শুক্রবার (৩১ আগস্ট) দুপুরে এ অগ্নিকার ঘটনা ঘটে।
সদর হাসপাতালের আরএমও ডা. ফরহাদ জামিল জানান, সম্প্তি সিটি স্ক্যান বিভাগে ট্রান্সফরমার স্থাপন করা হয়েছে। কিন্তু ভোল্টেজ অ্যাডজাস্ট হচ্ছিল না। ভোল্টেজ বাড়ছে কমছে। এমতাবস্থায় দুপুরে হঠাৎ করেই সিটি স্ক্যান রুম থেকে ধোয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি না হলেও ট্রান্সফরমারের কয়েকটি ব্যাটারি ও তার পুড়ে গেছে। তবে, টেকনিশিয়ান ছাড়া সিটি স্ক্যান বা অন্য কোন ক্ষতি হয়েছে কিনা তা বলা যাবে না।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version