Site icon suprovatsatkhira.com

সখিপুরে শিশু অধিকার প্রতিষ্ঠায় লার্নিং শেয়ারিং সভা

সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার সখিপুরে শিশু অধিকার প্রতিষ্ঠায় শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে জবাবদিহিতা কার্যক্রমের আওতায় লার্র্নিং শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ আগস্ট) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ হলরুমে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে ী সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রেকিং দ্য সাইলেন্সের সিনিয়র প্রজেক্ট অফিসার জর্জ তমাল চৌধুরী ও সহকারি গবেষক শেখ সোহেল মাহমুদ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব গোলাম রব্বানী, পরিতোষ বিশ্বাস, ইউপি সদস্য মোকলেছুর রহমান, আব্দুল করিম, মোনাজাত আলী, হাফিজুর রহমান, রেহানা ইসলাম, আলফাতুন নেছা, ঈদগাহ কমিউিনিটি ক্লিনিকের সিএইসসিপি জসিম উদ্দীন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্সের সখিপুর ইউনিয়ন ইয়ুথ ফ্যাসিলিটেটর মেহেদী হাসান।
সভায় বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। বর্তমান সময়ে শিশুরা বাস্তবতা সম্পর্কে জানতে পারলে তাদের বাস্তব জীবনে সেগুলো কাজে লাগবে। তাই শিশুদের পড়া-লেখার পাশাপাশি বাস্তবতা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন ও তাদের অধিকার আদায়ের বিষয়ে জানতে হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version