Site icon suprovatsatkhira.com

শ্যামনগরে বনবিভাগের সহযোগিতায় প্রকাশ্যে নিষিদ্ধ গরান কাঠ বিক্রি!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরের নওয়াবেঁকী বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে সরকারিভাবে কর্তন নিষিদ্ধ গরান কাঠের তাজা খুটি ও কোড়া। অভিযোগ রয়েছে, বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা এম কে কবীর নিয়মিত মাসোয়ারা নিয়ে এই বেআইনী কর্মকাণ্ডে সহযোগিতা করছেন।
সরজমিনে গিয়ে দেখা যায়, শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী বাজারের বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রি হচ্ছে কর্তন নিষিদ্ধ গরান কাঠ। বিক্রেতারা জানান, গরানের খুটি ও কোড়া বনবিভাগ থেকে নিলামে ক্রয় করা। কিন্তু বিক্রেতারা নিলাম সম্পর্কিত কোন কাগজপত্র দেখাতে পারেননি। তাছাড়া নিলামের ক্রয়কৃত গরান তাজা থাকে না। অথচ তাদের বিক্রিত কাঠগুলো তরতাজা।
নাম প্রকাশ না করার শর্তে এক কাঠ ব্যবসায়ী জানান, তারা বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা এম কে কবীরের সাথে নিয়মিত যোগাযোগ রেখে গরান কাঠ বিক্রি করেন।
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version