গাজী আল ইমরান, শ্যামনগর: শ্যামনগর উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে উপজেলা ও ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজজামান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা শাহানা হামিদ, মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, নওয়াবেঁকী গণমুখি ফাউন্ডেশনের পরিচালক মো. লুৎফর রহমান, অধ্যক্ষ ড. আফতাব উদ্দীন, সিনিয়র শিক্ষক রিনাত ফৌজিয়া প্রমুখ। এসময় উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সুধিজন উপস্থিত ছিলেন।
শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময়
https://www.facebook.com/dailysuprovatsatkhira/