শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ আগস্ট) সকাল ১০টায় এমএম প্লাজার একটি রেস্টুরেন্টে ওয়াটার এইড’র অর্থায়নে ও রূপান্তরের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন উপজেলার কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সদস্য সচিব গাজী আল ইমরান, ঈশ্বরীপুর, বুড়িগোয়ালিনী, আটুলিয়া, পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়ন পরিষদের পুরুষ ও মহিলা সদস্যবৃন্দ, মসজিদের ইমাম ও এনজিও কর্মকর্তাবৃন্দ। এতে সুপেয় পানি পয়ঃনিষ্কাশন ও স্যানিটেশন বিষয়ে আলোচনা করেন রূপান্তরের প্রকল্প ব্যবস্থাপক আসাদুল হক ও ট্রেনিং এন্ড মনিটরিং অফিসার কাজী মাহমুদুল হক। কর্মশালায় সহযোগিতা করেন ইউনিয়ন সুপারভাইজার সুমাইয়া পারভীন ও রেশমা পারভীন।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/