Site icon suprovatsatkhira.com

শোক, শ্রদ্ধা আর ভালবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় গভীর শোক, শ্রদ্ধা আর ভালবাসায় পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৮। এ উপলক্ষ্যে বুধবার (১৫ আগস্ট) সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে অর্ধনমিতভাবে জাতীয় পাতাকা উত্তোলন করা হয়।
সকাল ৯টায় জেলা কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এরপর বের হয় শোক র‌্যালি। জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক-পেশাজীবী-স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস রিফাত আমিন, পুলিশ সুপার মো.সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মহসীন আলী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকারের উপপরিচালক শাহ্ আবদুল সাদী, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সিভিল সার্জন ডা. তওহীদুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ^াস সুদেব কুমার, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হান্নান, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, জেলার মো. আবু জাহেদ, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক দেবাশিস সরদার, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জি.এম আজিজুর রহমান, সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ জিয়াউল হক, জেলা মহিলা আওমী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা, ছফুরননেছা মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুন্নাহার, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ, দিবা নৈশ কলেজের অধ্যক্ষ কে.এম সফিকুজ্জামান, এ.করিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন খান লিপি, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা স্কাউটসের সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুর রহমান উল্লাস, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, ফারহা দিবা খান সাথী প্রমুখ।
বক্তারা শোককে শক্তিতে পরিণত করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাজে আত্মনিয়োগের আহবান জানিয়ে বিদেশে পালিয়ে থাকা খুনিদের দেশে ফিরে এনে রায় কার্যকরের দাবি জানান।
কর্মসূচিতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন।
এর আগে শিল্পকলা একাডেমিতে অসমাপ্ত মহাকাব্য শীর্ষক প্রামাণ্য চিত্র প্রদর্শন, বঙ্গবন্ধুর জন্য নিবেদিত কবিতা পাঠ, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা পাঠ এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়। এছাড়া আলোচনা সভায় যুবঋণের চেক ও শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version