Site icon suprovatsatkhira.com

শহরের তিন হোটেল মালিককে জরিমানা

ডেস্ক রিপোর্ট: ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শহরের বিভিন্ন খাবারের হোটেল পরিদর্শন করেছে। সোমবার (২০ আগস্ট) বেলা ১১টায় বাস টার্মিনাল ও খুলনা রোড মোড়ে অধিদপ্তরের বাজার তদারকি টিম হোটেলগুলো পরিদর্শন করেন।
এসময় হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যদ্রব্য উৎপাদন, ফ্রিজে মিষ্টির সাথে কাঁচা মাছ রাখা, দই ও মিষ্টির পাত্রের অতিরিক্ত ওজন, মূল্য তালিকা না থাকা, মেডিকেল রিপোর্ট না থাকা, ট্রেড লাইসেন্স নবায়ন না থাকা বিবিধ বিষয় পরিদর্শন করেন অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এবং কামরুজ্জামান হোটেল, আল মদিনা হোটেল ও তৌহিদ হোটেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ এর ৪৩সহ বিভিন্ন ধারা লংঘনের অপরাধে বিভিন্ন অংকের মোট ৬০০০ টাকা জরিমানা করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version