Site icon suprovatsatkhira.com

যুব সমাজকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে: সৈয়দ দিদার বখত

তালা প্রতিনিধি: তালায় বেসরকারি সংস্থা সাস’র উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ আগস্ট) সকালে সাস’র সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাস’র নির্বাহী পরিচালক শেখ ইমান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত্। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এসময় আরো উপস্থিত ছিলেন, সাস’র মো. শাহ আলম, মীর মহাসিন হোসেন, একেএম গোলাম ফারুক, মো. রুহুল আমীন, সাধন দাস, ওবায়েদুল হক, শামীম হোসেন মিঠু প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সৈয়দ দিদার বখত্ বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন, এই বাংলাকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলবেন। কিন্তু ঘাতকরা সেই সুযোগ না দিয়ে দেশকে পিছিয়ে দিয়েছিল। যুব সমাজকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আত্মনিয়োগ করতে হবে। তবেই, বঙ্গবন্ধুর বিদেহী আত্মা শান্তি পাবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version