Site icon suprovatsatkhira.com

মুন্সীগঞ্জের আবুল কাশেম সরদারের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের আবুল কাশেম সরদার (৯০) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (২৪ আগস্ট) রাত ৯.৩০ মিনিটে নিজ বাসভবনে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি…..রাজেউন)। তিনি মুন্সীগঞ্জ ইউনিয়নের আইটপাড়া গ্রামের মৃত্য আবুল বাসার সরদারের ছেলে।
আবুল কাশেম সরদার গুমান্তলী ফাযিল মাদ্রাসার সাবেক আরবী প্রভাষক ও মুন্সীগঞ্জ আইটপাড়া জামে মসজিদে খতিব হিসেবে ৪৭ বছর দায়িত্ব পালন করেন। শনিবার (২৫ আগস্ট) সকাল ১১টায় ইসলামাবাদ দাখিল মাদ্রাসা মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি এক ছেলে, ছয় মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version