Site icon suprovatsatkhira.com

মাদক ও বাল্যবিয়ের সংবাদদাতাকে ১’শ টাকার ফ্লাক্সিলোড দেয়ার ঘোষণা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: শিক্ষা, স্বাস্থ্য-স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ, অবৈধস্থাপনা উচ্ছেদ, যানজট নিরসনসহ মণিরামপুরের সার্বিক উন্নয়নে সর্বোচ্চ দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন মণিরামপুরের নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আহসান উল্লাহ শরিফী। বুধবার (১৫ আগস্ট) বিকেলে মণিরামপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, উপজেলাতে মাদক ও বাল্য বিয়ের সংবাদদাতাকে মোবাইল ফোনে ১’শ টাকার ফ্লাক্সিলোড দেয়ার ঘোষণা দেন। এ বিষয়ে তিনি সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন। মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নিছার উদ্দীন খান, সাবেক সভাপতি অধ্যাপক মো. আব্বাস উদ্দীন, সাবেক সভাপতি এস.এম মজনুর রহমান, দৈনিক প্রতিদিনের সম্পাদক শাহিনুর রহমান পান্না, প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মতিন, যুগ্ম-সম্পাদক প্রভাষক মো. নুরুল হক, যুগ্ম সম্পাদক ফারুক আলম, সাংগাঠনিক সম্পাদক এস.এম সিদ্দিক, নির্বাহী সদস্য অধ্যাপক হোসাইন নজরুল হক, নির্বাহী সদস্য আসাদুজ্জামান রয়েল, সিনিয়র সাংবাদিক অধ্যাপক মোহাম্মাদ বাবুল আকতার, অশোক কুমার বিশ^াস, ইলিয়াস হোসেন,গীতা রানী কুন্ডু, জয়নাল আবেদীন প্রমুখ। মতবিনিময় শেষে নবাগত ইউএনও মণিরামপুর পাবলিক লাইব্রেরী সরেজমিন পরিদর্শনে যান। এ সময় পাবলিক লাইব্রেরীর সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো. আব্বাস উদ্দীন, সম্পাদক প্রভাষক মো. নুরুল হক, প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ লিটনসহ পাবলিক লাইব্রেরির পরিচালনা পর্ষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version