আগস্ট ২৯, ২০১৮
মণিরামপুরে তুচ্ছ ঘটনায় দুই পরিবারের মধ্যে সংঘর্ষ, আহত ১০
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, উপজেলা হাজরাকাটি গ্রামের সানা উল্লাহ এবং হাবিবুর রহমানের মধ্যে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিলো। এরই জের ধরে মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুরে দুই পরিবারের মধ্যে কথা কাটা-কাটি ও বাক-বিতÐা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পরিবারের ১০ জন আহত হয়। আহতরা হলেন, হাবিবুর রহমান হাবু, হাসি খাতুন, মোমেনা খাতুন, রিপন হোসেন, মিন্টু হোসেন, মাসুম বিল্লাহ, শফিকুল ইসলামসহ ১০ জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে হাবিবুর রহমান হাবুর স্ত্রী হাসি খাতুনের অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় উভয় পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। 8,414,302 total views, 2,455 views today |
|
|
|