মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের ভবদহ সংলগ্ন নদীর নাব্যতা, প্রশস্ততা ও গভীরতা পরিদর্শন করেছেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ। শুক্রবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে ভবদহের কপালিয়া সংলগ্ন শ্রীনদী থেকে ট্রলারযোগে নেতৃবৃন্দসহ সংগ্রাম কমিটির শতাধিক সদস্য রওনা দেন। এসময় উপস্থিত ছিলেন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, প্রধান সমন্বয়ক বৈকুন্ঠ বিহারি, মণিরামপুর উপজেলা সভাপতি মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হামিদ, ইউপি সদস্য শুধান্য বিশ্বাস প্রমুখ।
পরে প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, তারা দিনভর শ্রীনদী দিয়ে ঘ্যাংরাইল হয়ে শিবসা পয়েন্টে যান এবং নদীর গভীরতা পরিমাপ করেন। নদীতে কি পরিমান পলি জমে আছে এবং পরবর্তীতে পরিদর্শনের বাস্তব অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিভাগে আলোচনা পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সুপারিশ উত্থাপন করা হবে।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/