Site icon suprovatsatkhira.com

বড় বন্ধুদের উপহার পেয়ে খুশি বাগডাঙ্গী স্কুলের শিশু শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার বাগডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৬ শিক্ষার্থী পেল বড় বন্ধুদের (আমরা বন্ধু) উপহার। সোমবার (৬ আগস্ট) দুপুর ১২টায় বড় বন্ধুরা বিদ্যালয়ের ছোট বন্ধুদের উপহার হিসেবে দুটি করে খাতা ও দুটি করে কলম প্রদান করে। এসময় বড় বন্ধুদের উপহার পেয়ে উচ্ছ¡সিত ছোট বন্ধুরা ভালভাবে লেখাপড়া করে আদর্শ মানুষ হওয়ার প্রত্যয় ব্যক্ত করে। একই সাথে ছোট বন্ধুরা বড় বন্ধুদের কাছে ‘বাড়িতে গাছ লাগানো, মন দিয়ে বই পড়া, খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়া, মুক্তিযুদ্ধের বই পড়াসহ নানা প্রত্যয় ব্যক্ত করে।’
বড়বন্ধু নুরুল হুদা বলেন, আমার ছোটবন্ধুদের লেখাপাড়ায় সহযোগিতার অংশ হিসেবে প্রতিমাসে খাতা কলম উপহার দিচ্ছি। একই সাথে আমরা আশা করছি তারা আসন্ন সমাপনী পরীক্ষায় ভাল ফল করবে। বড় বন্ধুদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী নুরুল হুদা, আনোয়ার হোসেন, এসএম নাহিদ হাসান। এ সময় শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন বাগডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত কুমার দেবনাথ, সহকারি শিক্ষক কামরুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু যাত্রা শুরু হয়েছিল ২০১৫ সালের আগস্ট মাসে সাতক্ষীরা সরকারি কলেজের পাঁচ শিক্ষার্থী বড় বন্ধুর হাত ধরে। বড় বন্ধুদের এই কার্যক্রমের খবর পত্রিকা ও ফেসবুকে দেখে বছরের নানা সময়ে বন্ধুত্বের হাত বাড়িয়েছিলেন একজন ডাক্তার, একজন ব্যাংকার, একজন পিটিআই ইন্সট্রাক্টর, একজন সাংবাদিক, একজন শিক্ষক, দুইজন ব্যবসায়ী, একজন প্রবাসীসহ আরও কয়েকজন শিক্ষার্থী।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version