Site icon suprovatsatkhira.com

বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর পুরস্কার গ্রহণ করলেন ইয়ারব হোসেন ও দেবহাটার ইউএনও

ডেস্ক রিপোর্ট: বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০১৭ গ্রহণ করছেন সাতক্ষীরার তুজুলপুরের গাছের পাঠশালার পরিচালক ইয়ারব হোসেন ও দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল-আসাদ।
বৃহস্পতিবার (১৬ আগস্ট) ঢাকার আগারগাঁও বন ভবনের হৈমন্তি মিলনায়তনে এ পুরস্কার প্রদান করেন বন ও পরিবেশ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
অনুষ্ঠানে, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোহাম্মাদ শফিউল আলম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলাবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী আব্দুল্লাহ আল জ্যাকব ও সচিব আব্দুল্লাহ আল মোহসীন চৌধুরী।
উল্লেখ্য, সাতক্ষীরার সদরের তুজুলপুরে সাড়ে ছয়শতাধিক ফলজ, বনজ, ঔষধী, মসলা, বিলুপ্ত প্রায় দেশীয় বৃক্ষ সংরক্ষণ ও গবেষণার জন্য ইয়ারব হোসেন এবং দেবহাটা উপজেলা পরিষদ বøক বাগানে ফলজ, বনজ, ভেষজ, শোভাবর্ধনকারী, দেশীয় বিলুপ্তপ্রায় ২০২৫টি চারা রোপণ করে দেবহাটা উপজেলা পরিষদ এই পুরস্কার পেয়েছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version