Site icon suprovatsatkhira.com

বুধহাটায় শোক দিবস পালনে আ’লীগের প্রস্তুতি সভা

আশাশুনি প্রতিনিধি: বুধহাটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ আগস্ট) বিকালে বুধহাটা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নিহাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রভাষক মাহবুবুল হক ডাবলু, ইউনিয়ন আ’লীগ নেতা আফছার আলি, নরিম বকুল, আবু বক্কর, তফিল উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আ. গফফার সরদার, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জহিরুল ইসলাম বাবু। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরীফ মাহমুদ, ছাত্রনেতা শামছুর রহমান রাজ, আব্দুস সামাদ, সৈনিকলীগ নেতা প্রভাস কুমার, শ্রমিকলীগ নেতা আমিরুল, নাজিম, আব্দুল আজিজ, মোজাম প্রমুখ। সভায় জাতীয় শোক দিবস পালনে নানা সিদ্ধান্ত গৃহীত।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version