সরদার কালাম, খোরদো (কলারোয়া): একটা সময় ছিল যখন রেডিও শহর কিংবা গ্রামে খুবই জনপ্রিয় ছিল। মানুষ রেডিওর মাধ্যমে বিনোদন, সংবাদ জেনে থাকতো। আস্তে আস্তে টেলিভিশন আবিস্কারের পরে শহর এলাকায় রেডিওর ব্যবহার কমতে থাকলেও গ্রামে তার ব্যবহার কমেনি। কিন্তু আজ সময়ের ব্যাপ্তিকালে রেডিও একবারেই বিলুপ্ত হয়েছে।
রেডিওতে শুধু শোনার ব্যবস্থা থাকার কারণে তার গুরুত্বও বেশ ছিল। এক কথায় বলতে গেলে তথ্য জানার জন্যে সকলেই কান পেতে থাকতো। গ্রামে ঘরে ঘরে ছিল রেডিও। এছাড়া সরকারি উন্নয়ন, পরিকল্পনা, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সংস্কৃতি, আবহাওয়াসহ চলমান বিভিন্ন তথ্যবহুল সংবাদ জানার ও বিনোদনমূলক বিভিন্ন গান শোনার একমাত্র মাধ্যম ছিল রেডিও।
বিভিন্ন সময় বিভিন্ন পটপরিবর্তনে তথ্য সরবরাহের কাজ করেছে রেডিও। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এই রেডিওতেই দেওয়া হয়েছিল। কিন্তু সেই জায়গা দখল করে নিয়েছে টেলিভিশন।
বাংলাদেশ বেতার প্রতিনিয়িত সম্প্রচার করে যাচ্ছে অনুষ্ঠানমালা। কিন্তু শ্রোতার সংখ্যা খুবই কম।
তাই বিলুপ্তির পথে থাকা রেডিওকে পুনরায় জনপ্রিয় গণমাধ্যমে পরিণত করার পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
বিলুপ্তির পথে রেডিও
https://www.facebook.com/dailysuprovatsatkhira/