আগস্ট ১৯, ২০১৮
বিদ্যুতায়নের আওতায় এসেছে তালার দোহার গ্রাম
ডেস্ক রিপোর্ট: বিদ্যুতায়নের আওতায় এসেছে সাতক্ষীরার তালা উপজেলার দোহার গ্রাম। রোববার (১৯ আগস্ট) সকালে সাতক্ষীরা-১ আসনের (তালা-কলারোয়া) সংসদ সদস্য ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভেকেট মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুতের সুইচ টিপে এই বিদ্যুতায়ন কর্মসূচি উদ্বোধন করেন। স্থানীয় জালালপুর ইউপি সদস্য মনিরুজ্জামান মোড়লের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেসে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, পল্লী বিদ্যুতের জিএম রবীন্দ্রনাথ দাশ, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মহিবুল্লাহ মোড়ল, জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক প্রনব ঘোষ বাবলু, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রামপ্রসাদ দাশ, আয়ুব আলী সানা, জেলা ওয়ার্কার্স পার্টির নেতা জলিল মোড়ল, ছাত্র মৈত্রীর নেতা শামীম মোড়ল প্রমুখ। এসময় এমপি মুস্তফা লুৎফুল্লাহ বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার। এই উপহার ব্যবহারে সকলকে সাশ্রয়ী হতে হবে। বিদ্যুৎ অপচয় করলে চলবে না। এ সময় তিনি চলমান উন্নয়ন কর্মকা- অব্যাহত রাখতে আগামীতেও বর্তমান সরকারকে ক্ষমতায় আনার আহবান জানান। প্রসঙ্গত, ১৫ লক্ষ ৯২ হাজার ৪শ টাকা ব্যয়ে ১ দশমিক ৩২৭ কিলোমিটার এলাকায় বিদ্যুতের লাইন সম্প্রসারণের মাধ্যমে দোহার গ্রামের নতুন ৯১টি পরিবার বিদ্যুতায়নের আওতায় এলো। 8,414,249 total views, 2,402 views today |
|
|
|