Site icon suprovatsatkhira.com

বিআরটিএ অফিসের সামনে থেকে ফের এক দালাল আটক

আবু রাইয়ান সাকিল: সাতক্ষীরা বিআরটিএ অফিসের সামনে থেকে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে দালাল চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। বুধবার (৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা কোর্ট চত্বর থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়ের নেতৃত্বে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম হাফিজুল আলম রিপন (৩১)। সে সাতক্ষীরা সদরের মুকুন্দপুর গ্রামের আফসার উদ্দীনের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, আটককৃত রিপন সাতক্ষীরা বিআরটিএ অফিসে দীর্ঘদিন যাবৎ নানা কর্মকর্তার নাম ব্যবহার করে গ্রাহকদের কাছ থেকে উৎকোচ আদায় করে আসছিল। অফিস থেকে যে কাজ ফেরত দেয়া হতো জালিয়াতির মাধ্যমে সে কাজ সম্পন্ন করে দিতো রিপন।
নাম প্রকাশে অনিচ্ছুক কোর্টের এক মুহুরি জানান, রিপন তার এসকল কাজ করার জন্য সহযোগী হিসেবে আট জন লোকও নিয়োগ করেছিলো। তারাই তার সকল কাজ সামালায়। বিষয়টি সাতক্ষীরা বিআরটিএ অফিসের সহকারি পরিচালক তানভীর আহমেদ চৌধুরীর নজরে আসলে তিনি জেলা প্রশাসক ইফতেখার হোসেনকে জানান। জেলা প্রশাসক তাৎক্ষণিক বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়রে ঘটনাস্থলে পাঠান। এ সময় এডিএম সেখানে গিয়ে তাকে আটক করে তার কাছ থেকে মটর সাইকেলের একনলেজমেন্ট ফরম, মালিকানা পরিবর্তনের ফরম, এনআরবি ব্যাংকে টাকা জমার রশিদ, বিভিন্ন মেডিকেল অফিসারের সত্যায়িত করার সিলসহ আরও অনেক কাগজপত্র জব্দ করা করে। একই সাথে তার কাছ থেকে নগদ ৭০ হাজার ৯৯০ টাকা জব্দ করা হয়। পরে বিআরটিএ সাতক্ষীরার অফিস সহকারি নাছির উদ্দীন বাদী হয়ে থানায় আটক হাফিজুলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-২৩,৮/৮/২০১৮।
সাতক্ষীরা বিআরটিএ অফিসের সহকারি পরিচালক তানভীর আহমেদ চৌধুরী বলেন, আমার দপ্তরের সকল কার্যক্রম খুব স্বচ্ছতার সাথে পরিচালিত হয়। সেবার দরজা সবার জন্য উন্মুক্ত। আমি কখনও কোন দুর্নীতির সাথে আপোষ করব না। এই ধরনের প্রতারক বা দালাল চক্র থেকে সবাইকে সচেতন হওয়ার আহŸান জানিয়ে তিনি আরও বলেন, ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version