Site icon suprovatsatkhira.com

বল্লীতে স্ত্রীর মৃত্যুর দুই ঘণ্টার মধ্যে স্বামীর মৃত্যু!

এম.আর মামুন, বল্লী: সদর উপজেলার বল্লী ইউনিয়নে স্ত্রীর মৃত্যুর দুই ঘণ্টার মধ্যে স্বামীর মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকালে ইউনিয়নের আমতলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মো. ফিরোজ শাহ্ জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় আমেনা খাতুন (৭৮) এবং বেলা ১২টা ৪৫ মিনিটে তার স্বামী মোকিম সানা (৮৪) আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন।
মৃত ব্যক্তিদ্বয় বল্লী ইউনিয়ন ১নং ওয়ার্ড আওতাধীন আমতলা গ্রামের প্রাক্তন ইউপি সদস্য মৃত আব্দুল আজিজ সানার পিতা ও মাতা। একই দিনে স্বামী-স্ত্রীর আকস্মিক মৃত্যু হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version