ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বন্ধনের ঈদ পুনর্মিলনী-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ৯টায় শহরের কামালনগরস্থ লেক ভিউ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে ঈদ পুনর্মিলনীতে শেখ নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্ধনের সাথী ঢাকা ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. মহিউদ্দিন। এসময় আরো বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, সাংবাদিক আনিছুর রহিম, বিশিষ্ট শিল্পপতি শেখ আব্দুল কাইয়ুম আজাদ, বিশিষ্ট সমাজসেবক ও লেক ভিউ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী ডা. আবুল কালাম বাবলা, সাবেক উপসহকারী প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী পল্টু, প্রখ্যাত সঙ্গীত শিল্পী মনজুরুল হক, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও হস্তরেখাবিদ আনারুল হক পাম্পু, চাপড়া লজ’র সত্ত্বাধিকারী মো. শওকাত আলী, বিআরডিপি’র উপপরিচালক কাজী জাফর আনোয়ার, সাবেক প্রধান শিক্ষক শেখ আকচির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, মিসেস কাজী শাহেদ মমতাজ, মালেশিয়া প্রবাসী সালাহউদ্দিন মানিক প্রমুখ। এ সময় স্কুল ও কলেজ জীবনের সাথীরা আড্ডায় মেতে ওঠে, যেন এক মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠান স্থল।
বন্ধনের ঈদ পুনর্মিলনীতে মিলন মেলা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/