Site icon suprovatsatkhira.com

বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবিতে স্মারকলিপি পেশ

স্টাফ রিপোর্টার: স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের হত্যাকারী পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির দণ্ড কার্যকরের দাবিতে কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৭ আগস্ট) কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগের নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নুর আহমেদ মাছুমের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান, কুশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মীর আবু বক্কর, সাধারণ সম্পাদ বোরহান উদ্দিন, কুশুলিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী রাহিত হাসান, ধলবাড়িয়া ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান বাবু, মথুরেশপুর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল হাসানসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version