ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা প্রেসক্লাবের ব্যবহারকারী সদস্য ফটো সাংবাদিক রাহাত রাজার পিতা মো. আব্দুর রহিম (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না… রাজেউন)। সোমবার (৬ আগস্ট) বেলা ১২টার দিকে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাব গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। একই সাথে তার মৃত্যুতে যে অপুরণীয় ক্ষতি হয়েছে তা থেকে কাটিয়ে ওঠার জন্য দোয়া কামনা করেছেন। মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার সকাল ৯টায় সাতক্ষীরা শহরের কুখরালী আমতলা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ, সহ-সভাপতি আব্দুর ওয়াজেদ কচি, সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম, অর্থ-সম্পাদক মোশারফ হোসেন, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আমিনা বিলকিস ময়না, দপ্তর সম্পাদক আহসানুর রহমান রাজীব, নির্বাহী সদস্য আব্দুস সামাদ, ইব্রাহিম খলিল, কৃষ্ণ মোহন ব্যনার্জী, আমিনুর রশীদ, অসীম বরণ চক্রবর্তীসহ সকল সদস্যবৃন্দ।
এদিকে, ফটো সাংবাদিক রাহাত রাজার পিতা মো. আব্দুর রহিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার সম্পাদক ও প্রকাশক একেএম আনিছুর রহমান, সহযোগী সম্পাদক শামীম পারভেজ, সহকারী সম্পাদক আহসানুর রহমান রাজীব, সর্ব সাব-এডিটর আসাদুল ইসলাম, নুরুল হুদা, বাহলুল করিম, মফিজুল ইসলাম, আরিফুল ইসলাম রোহিত, এসএম নাহিদ হাসান, ফাহাদ হোসেন ও আব্দুল কাদের।
ফটো সাংবাদিক রাহাত রাজার পিতার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাব ও সুপ্রভাত সাতক্ষীরা’র শোক
https://www.facebook.com/dailysuprovatsatkhira/