Site icon suprovatsatkhira.com

প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকায় ২ ক্লিনিক ব্যবসায়ীকে জরিমানা

আবু রাইয়ান সাকিল: প্রতিষ্ঠানের লাইসেন্স ও নিবন্ধন বই না থাকায় দুই ক্লিনিক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ আগস্ট) বিকাল ৩টায় শহরের এসপি বাংলোর বিপরীত পার্শ্বে সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিক ও ল্যাব এইড ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসফিয়া সিরাত ও মোছা. নাজমুন নাহার অভিযান পরিচালনা করে তাদেরকে এ জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আসফিয়া সিরাত ও মোছা. নাজমুন নাহার বলেন, প্রতিষ্ঠানের বৈধ লাইসেন্স ও নিবন্ধন বই না থাকায় মেডিকেল প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাব (নিয়ন্ত্রণ) অধ্যাদেশের ১৯৮২ সালের ছয় ও আট ধারা অনুযায়ী সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকের মালিক রসুলপুরের বাবর আলীর ছেলে আক্কাস হোসেনকে ১০ হাজার টাকা ও ল্যাব এইড ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের মালিক আলীপুর গ্রামের আব্দুল খায়ের সরদারের ছেলে মোস্তাফিজুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার। এদিকে অভিযান পরিচালনাকালে ল্যাব এইড ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের এক কক্ষে ডা. পঞ্চানন মহলী নামে একজনকে পাওয়া যায়। তিনি ১৯৮৬ সাল থেকে সাধারণ মানুসকে ঠকিয়ে চিকিৎসা সেবার নামে প্রতরণা করে আসছেন। ডা. পঞ্চানন ঢাকার উত্তরায় অবস্থিত প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলোজি হাসপাতাল থেকে ২০০১ সালে কপ্লিমেন্টরী মেডিসিন ডিগ্রী অর্জন করেছেন। কিন্তু ইউনিভার্সিটি মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম তফসিলের অন্তর্ভূক্ত নয় বলে অনুশীলন করার আইনগত কোন বৈধতা নেই। মহামান্য সুপ্রিম কোর্টে এ বিষয়ে রিট পিটিশন মামলা ( ২৭৫৪/২০১৪) চলমান থাকায় গত ১৯ মার্চ ২০১৮ এর আদেশ মতে ১৯ সেপ্টম্বর ২০১৮ পর্যন্ত ডাক্তার উপাধি ব্যবহার করে চিকিৎসা প্রদান করতে পারবে। তারপর অনুশীলন করার কোন বৈধতা থাকবে না। পরে ডা. পঞ্চানন মহলীর কাছ থেকে মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version