Site icon suprovatsatkhira.com

পৌর কৃষকলীগের শোক দিবসের প্রস্তুতি সভা

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কৃষকলীগ সাতক্ষীরা পৌর শাখার বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ আগস্ট) সংগঠনের কাটিয়া অস্থায়ী কার্যালয়ে পৌর কৃষকলীগের আহবায়ক মো. শামছুজ্জামান জুয়েলের সভাপতিত্বে ও পৌর শাখা কৃষকলীগের যুগ্ম আহবায়ক শাহ মো আনারুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. মঞ্জুর হোসেন। সভায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে ১৫ আগস্ট সকাল ৭টায় কৃষকলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, ওই দিন পৌর ১নং ও ২নং ওয়ার্ড কৃষকলীগের পক্ষ থেকে কাটিয়া নব নূর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গনভোজ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন, ৫নং ওয়ার্ড কৃষকলীগের পক্ষ থেকে টিবি হাসপাতাল মোড়ে গনভোজ দোয়া অনুষ্ঠান, ৬নং ওয়ার্ড কৃষকলীগের পক্ষ থেকে বাকাল ইসলামকাটি এলাকায় গনভোজ ও দোয়া অনুষ্ঠান, ৪নং ওয়ার্ডের পক্ষে বড় বাজারে গনভোজ ও দোয়া অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে সকল পর্যায়ের নেতা কর্মী উপস্থিত থাকার জন্য অবহিত করা হয়েছে। পৌর প্রতিটি ওয়ার্ডে মাইকে বঙ্গবন্ধুর ভাষণ প্রচারের সিন্ধান্ত গৃহিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ডের সভাপতি আ. বারী, ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শেখ তাসু, ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রুহুল আমিন, ৫নং ওয়ার্ডের সভাপতি মোশারাফ হোসেন, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আ. রাজ্জাক। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক গফফার গাজী, ২নং ওয়ার্ডের সভাপতি মুহাম্মদ আলী লস্কর, পৌর কৃষকলীগের সিনিয়র সদস্য অ্যাডভোকেট রঘুনাথ মণ্ডল, মাস্টার আ. খালেক, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ ইসলাম, পৌর কৃষকলীগ নেতা শেখ আ. জব্বার, ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক কাজী তাহমীদ আহাম্মাদসহ পৌর ও সকল ওয়ার্ড কৃষকলীগ নেতৃবৃন্দ। প্রেস রিলিজ

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version