Site icon suprovatsatkhira.com

পৌরসভার নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধনে প্রস্তুতি সভা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ আগস্ট) বিকালে সাতক্ষীরা পৌরসভা সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব এস.এম রেজাউল করিম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র মো. আব্দুস সেলিম, পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, শেখ শফিক উদ দৌলা সাগর, মো. শহিদুল ইসলাম, শফিকুল আলম বাবু, মহিলা কাউন্সিলর জ্যোৎন্সা আরা, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, পৌর সচিব সাইফুল ইসলাম বিশ্বাস, প্রকৌশলী সেলিম সরোয়ার, উপ-সহকারি প্রকৌশলী বিদ্যুৎ মাসুদ রানা, বস্তি উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, প্রধান অফিস সহকারি প্রশান্ত ব্যানার্জী, সার্ভেয়ার মামুন প্রমুখ।
সভায় জানানো হয়, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান খুব শীঘ্রই বাটকেখালীতে পৌরসভার নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন ও প্রাণ সায়ের খাল পরিদর্শন করবেন।
প্রসঙ্গত, সুপেয় পানির সংকট দূরীকরণে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৩৭ জেলা পানি সরবরাহ প্রকল্পের আওতায় বাটকেখালীতে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ করা হয়েছে। যা উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version