সাতক্ষীরা পি.এন. মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে শনিবার এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন অতিরিক্ত সচিব ও বিদ্যালয়ের সভাপতি মুক্তিযোদ্ধা শেখ শাফী আহমাদ।
সভায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভদ্রকান্ত সরকার, বিদ্যালয়ের সদস্য শেখ নুরুল হক, শেখ আলাউদ্দীন, আশরাফুল ইসলাম, আমজাদ হোসেন, মোশারাফ হোসেন এবং আশরাফুল ইসলাম আলোচনায় অংশ নেন। সভায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের নির্দেশনাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।