পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার প্রাণকেন্দ্র পারুলিয়ার সরকারি সামাজিক বনায়ন প্রকল্পের গাছের ডাল কাটার অভিযোগ উঠেছে। খেজুরবাড়ীয়া ওয়াপদার বেড়িবাধের উপর সামাজিক বনায়ন প্রকল্প শীট নং-১৭ এর সভাপতি আশারাফ আলীর লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, খেজুরবাড়ীয়া শাহাজানপুর গ্রামের বাদেল গাজীর ছেলে ছগিরুল ইসলাম উল্লেখিত এক কিলোমিটার জায়গা জুড়ে বাবলা গাছের কাÐসহ ডাল কেটে পার্শ্ববর্তী আব্দুল মজিদ গাজীর কাছে ৯ থেকে ১০ হাজার টাকায় বিক্রয় করে আত্মসাত করেছে। বিষয়টি বনায়ন নিতিমালা বহির্ভুত হলেও স্ব বলে করে যাচ্ছে। এ বিষয়টি বিচারের জন্য পারুলিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতে ৯ আগস্ট কেচের দিন ধার্য হয়েছে। সরকারি গাছের ডাল কেটে বিক্রিকারীর দৃষ্টান্তমূলক শাস্তী দাবি জানিয়েছেন এলাকার সচেতনমহল।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/