দেবহাটা (পারুলিয়া) প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ায় আইচ ফ্যাক্টরির ছাদ থেকে পড়ে নাসিরউদ্দীন (২১) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে উপজেলার শিমুলিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। শুক্রবার (১০ আগস্ট) দুপুরে পারুলিয়া আইচ ফ্যাক্টরিতে এই ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শী বাবলু জানান, প্রায় দেড় বছর ধরে নাসিরউদ্দীন পারুলিয়া আইচ ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করে আসছিল। শুক্রবার দুপুরে বরফ কলের ট্যাংকিতে ওঠার সময় লোহার পাইপ ভেঙে সে পড়ে যায়। পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবহাটা থানার সেকেন্ড অফিসার ইয়ামিন আলী জানান, নাসিরউদ্দীন নামের এক বরফ কলের শ্রমিকের মৃত্যু হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/