Site icon suprovatsatkhira.com

পাট চাষীর চোখে সোনালী স্বপ্ন

এস.এম নাহিদ হাসান: পাট কাটা, জাগ দেওয়া ও পাট ছাড়ানোর মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করছে জেলার চাষীরা। তবে, চাহিদার তুলনায় পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় পাট জাগ দেওয়ার ক্ষেত্রে বেশ বেগ পোহাতে হচ্ছে তাদের। গত বছরের তুলনায় জেলায় পাটের আবাদ কম হলেও পাটের দাম নিয়ে আশাবাদী পাট চাষীরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলার ১২ হাজার ২৩০ হেক্টর জমিতে পাট উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লক্ষ সাঁইত্রিশ হাজার ৬২৪ বেল। হেক্টর প্রতি ১১.২৫৩ বেল পাট উৎপাদন হবে বলে আশা করছে সংস্থাটি।
এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ৪ হাজার ৮৫৫ হেক্টর জমিতে ৫৪ হাজার ৬৩৩ বেল, কলারোয়া উপজেলায় ৪ হাজার ৫ হেক্টর জমিতে ৪৫ হাজার ৬৮ বেল, তালা উপজেলায় ৩ হাজার ১৫ হেক্টর জমিতে ৩৩ হাজার ৯২৮ বেল, দেবহাটা উপজেলায় ৯০ হেক্টর জমিতে ১ হাজার ১৩ বেল, শ্যামনগর উপজেলায় পাঁচ হেক্টর জমিতে ৫৬ বেল পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
চাষীরা পাট কেটে খাল, বিল ও ডোবায় জাগ দেওয়া, আঁশ ছাড়ানো, পাটখড়ি প্রস্তুত এবং হাটে-বাজারে বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন। আবার কোথাও কোথাও দেখা গেছে, নারী-পুরুষের যৌথ অংশগ্রহণে পাট ছাড়ানোর কাজ চলছে। তালা উপজেলার কয়েকজন কৃষক বলেন, অতীতের থেকে শিক্ষা নিয়ে আমাদের এলাকার পাট চাষীরা এবার তুলনামূলকভাবে পাট চাষ কম করেছে। তারপর বৃষ্টিও বেগ দিয়েছে। সব মিলিয়ে চাষ কম হওয়ায় পাটের বাজার বেশ চড়া থাকবে বলে জানান তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নুরুল ইসলাম জানান, এবার জেলার পাট চাষীরা বাজারে ভাল দাম পাবে বলে আশা করি। তবে লক্ষ্যমাত্রার তুলনায় পাটের আবাদ কম হওয়ায় উৎপাদনও কম হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version