আগস্ট ১৫, ২০১৮
পাটকেলঘাটা কলেজে বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালিত
পাটকেলঘাটা (তালা) প্রতিনিধি: পাটকেলঘাটা হারুণ-অর রশিদ ডিগ্রী কলেজে বাংলাদেশের স্থপতি, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় ও বিন¤্র শ্রদ্ধায় পালিত হয়েছে। জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, শোক র্যালি, ৭ই মার্চের ভাষণ প্রচার, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও গণভোজের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমানের সভাপতিত্বে কলেজের ২০৬নং কক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলা বিভাগের অধ্যাপক ফকির আহমদ শাহের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কশেম, কলেজের অধ্যাপক আনোয়ারুল হক, অধ্যাপক সুব্রত কুমার দাশ, অধ্যাপক আব্দুল গফফার, অধ্যাপক আরশাদ আলী, অধ্যাপক নাজমুল হক, অধ্যাপক আমিনুজ্জামান, শিক্ষার্থীদের মধ্যে একরামুল হক রায়হান ও খাদিজা সুলতানা প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ওভারব্রীজ জামে মসজিদের খতিব হাফেজ শিহাব উদ্দীন। অনুষ্ঠান শেষে সকলের জন্য গনভোজের আয়োজন করা হয়। 8,638,187 total views, 3,186 views today |
|
|
|