পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় ট্রাক-মাহেন্দ্রা মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছে। সোমবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ভৈরব নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে পাটকেলঘাটার তৈলকুপী গ্রামের মৃত আবুল গাজীর ছেলে মোক্তার আলী (৩৮), মৃর্জাপুর গ্রামের নজরুল ইসলামের পরিচয় জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে পাটকেলঘাটার উদ্দেশ্যে ছেড়ে আসা মাহেন্দ্র চারজন যাত্রী নিয়ে ভৈরবনগর এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক (সাতক্ষীরা ট-১১-০৪৬৬) নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায় এবং এর মধ্যে থাকা চালকসহ তিন যাত্রী মারাত্মক আহত হয়। আহত মাহেন্দ্র চালক মোক্তার আলীকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে এবং গুরুতর আহত নজরুল ইসলামকে সাতক্ষীর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা জানান, দুঘর্টনায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ঘাতক ট্রাকটির চালক শফিউদ্দিন গড়ীর চাবিসহ ট্রাকটি রেখে পালিয়ে যায়। ঘাতক ট্রাকটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তালা-পাটকেলঘাটার সার্কেল এসপি অপু সরোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পাটকেলঘাটায় ট্রাক-মাহেন্দ্রা সংঘর্ষে আহত ৩
https://www.facebook.com/dailysuprovatsatkhira/