Site icon suprovatsatkhira.com

পাইকগাছায় ১০ ইউনিয়নে ভিজিএফ’র চাউল বিতরণ

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ১০ ইউপিতে ভিজিএফ’র কার্ডের আওতায় ১৩ হাজার আট’শ ৯০টি দরিদ্র পরিবারে ২০ কেজি করে চাউল বিতরণ শুরু হয়েছে।
গত রোববার (১৯ আগস্ট) দিনভর লস্কর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন কার্ডধারী এক হাজার এক’শ ৫৭ জন নারী-পুরুষের মাঝে চাউল বিতরণে উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য তাজউদ্দীন আহম্মদ, হাসানুজ্জামান, অরবিন্দু মণ্ডল, রফিকুল ইসলাম, মিনতী মিস্ত্রী, রমেছা বেগম, মেরিনা পারভিন, আছাবুর রহমান, প্রকাশ মণ্ডল ও সচিব ফারুক হোসেন।
এদিকে সোলাদানা ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক সোলাদানা বাজারে তালিকাভুক্ত এক হাজার দুই’শ নারী-পুরুষের মাঝে ২০কেজি করে চাউল বিতরণের উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান বি.এম আরেফিন, ইউপি সদস্য আনিছুল হক, আবুল কাশেম, আব্দুস সবুর, আবু সাঈদ, কল্যানী মণ্ডল, জেসমিন, নাছিমা আক্তার প্রমুখ।
অন্যদিকে রাড়ুলী ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ. হামিদ গাজী এক হাজার নয়’শ কার্ডধারীদের মধ্যে চাউল বিতরণের উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এএস আই মঞ্জুরুল, ইউপি সদস্য পিযুষ কান্তি বাপ্পী, মফিজুল ইসলাম, জিএম সাইফুল ইসলাম, আ. সাত্তার গাজী, নাছিমা, হোসনেয়ারা, মর্জিনা বেগম, শেখ রেজাউল করিম, আমিরুল ইসলাম প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version