পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারককে ঘুষ দেয়ার চেষ্টাকালে স্ট্যাম্প ভেন্ডারীর মোহরার আব্দুল করিম গাজীকে (৬৫) আটক করেছে পুলিশ। তিনি পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২০ আগস্ট) দুপুর ১টার দিকে পাইকগাছা কোর্ট চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১টার দিকে আদালতের বিচারক গাজী জামসেদুল হক নিয়মিত আদালত কার্যক্রম শেষে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হন। বিচারক গাড়িতে উঠার সময় করিম গাজী প্যাকেটে করে ১০ হাজার টাকার একটি খাম তার হাতে দেয়। এসময় বিচারক খামটি খুলে টাকা দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ তাৎক্ষণিক তাকে আটক করে কোর্ট হাজতে প্রেরণ করে। এ ঘটনায় আদালতের বেঞ্চ সহকারি দীনেশ হালদার বাদী হয়ে করিম গাজীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন, যার নং- ৪০।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন, কি উদ্দেশ্যে করিম গাজী বিচারককে টাকা দিচ্ছিল তা তদন্তের পরে বলা যাবে।
পাইকগাছায় বিচারককে ঘুষ দেওয়ার চেষ্টায় আটক ১
https://www.facebook.com/dailysuprovatsatkhira/