আগস্ট ১৯, ২০১৮
পবিত্র ঈদ-উল-আযহার ত্যাগের মহিমা ছড়িয়ে পড়ুক সর্বত্র: এমপি রবি
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। রোববার (১৯ আগস্ট) এক বিবৃতিতে তিনি বলেন, মহান আল্লাহর উদ্দেশ্যে ত্যাগের মহিমায় ভাস্বর মুসলিম উম্মাহর বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহা। আল্লাহ পাকের প্রতি অপার আনুগত্য এবং তারই রাহে সর্বোচ্চ আত্মত্যাগের এক ঐতিহাসিক ঘটনার স্মরণে মুসলিম বিশ্বে ঈদ-উল-আযহা আযহা উদযাপিত হয়ে আসছে। হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগ ও অনুপম আদর্শের প্রতীকী নিদর্শন হিসেবে প্রতি বছর পশু কোরবানি দিয়ে থাকে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা। বুধবার (২২ আগস্ট) বাংলাদেশে পবিত্র ঈদ-উল-আযহা। ঈদ-উল-আযহা হিংসা-বিদ্বেষ পেছনে ফেলে সবার জন্য সম্প্রীরীতি, সৌহার্দ ও আনন্দ নিয়ে আসবে। শান্তিপূর্ণ ও সৌহার্দময় সমাজ গঠনে ঈদ-উল-আযহার আবেদন তাই চিরন্তন। ঈদ-উল-আযহার ত্যাগের মহিমা ছড়িয়ে পড়বে সর্বত্র, গড়ে উঠবে ক্ষুধা, দারিদ্র্য ও শোষণমুক্ত সমৃদ্ধ সমাজ। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনে সকল ক্ষেত্রে ঈদ-উল-আযহার ত্যাগের শিক্ষার প্রতিফলন ঘটাতে সকলের প্রতি আহ্বান জানাই। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক। প্রেস বিজ্ঞপ্তি 8,414,523 total views, 2,676 views today |
|
|
|