নাজমুল হক, পাটকেলঘাটা: দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত হয়ে উঠেছে পাটকেলঘাটার নীলিমা কপোতাক্ষ ইকোপার্ক। ঈদের দিন থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে ঘুরতে আসা দর্শনার্থীদের পদচারণায় কানায় কানায় ভরে ওঠে নীলিমা কপোতাক্ষ ইকোপার্ক।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পাটকেলঘাটার একমাত্র বিনোদন কেন্দ্র নীলিমা কপোতাক্ষ ইকোপার্কে নানা বয়সের দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। পুরো পার্কে তিল ধারণের ঠাই নেই। ঈদ আনন্দ উপভোগ করতে জেলার বিভিন্ন এলাকা থেকে এসেছেন দর্শনার্থীরা। শুধু সাতক্ষীরা নয় পাশের জেলা যশোর ও খুলনা থেকেও এসেছে মানুষ। বোটে করে কপোতাক্ষ নদে ঘুরে বেড়ান দর্শনার্থীরা। বোটে ওঠার জন্য পড়ে যায় দীর্ঘ সারি। পার্কের ধারে নদী ঘেসে লাগানো সুন্দরবনের কেওড়া, গড়ান, গেওয়া, বাইন, সুন্দরী, কাকড় গাছ দেখেও মুগ্ধ হন অনেকে। তাছাড়া পার্কের মধ্যে থাকা জিরাফ, বাঘ, হরিণ, কুমিরসহ নানা পশুর প্রতিকৃতি পার্কের সৌন্দর্যে অন্যরকম মাত্রা যোগ করেছে। এছাড়া নদের ধারে আমগাছ, নারকেলগাছ, তালগাছ লাগানোর কারণে পার্কের মনোরমদৃশ্য সবাইকে আকৃষ্ট করছে।
যশোরের কেশবপুর থেকে ঘুরতে আসা দর্শনার্থী রবিউল ইসলাম জানান, এখানে পরিবারসহ ঘুরথে আসছি। অনেক সুন্দর একটি জায়গা। নদীর ধারে ফাকা প্রাকৃতিক পরিবেশ। তাছাড়া কম টাকা দিয়ে বোটে করে ঐতিহাসিক কপোতাক্ষ নদে ঘোরার সৌভাগ্য হয়েছে।
পার্কে ঘুরতে আসা চম্পা, স্বপ্না, খুশি জানান, পাটকেলঘাটায় আগে এমন ধরণের বিনোদনের জন্য কোন জায়গা ছিল না। নীলিমা কপোতাক্ষ ইকো পার্ক হওয়ায় বিনোদনের জায়গা হিসাবে পার্কটি বেশ ভালো হয়েছে।
সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান জানান, ঈদ উপলক্ষ্যে দর্শনার্থীদের কথা বিবেচনা করে পার্কে যথেষ্ঠ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ঈদের আগেই পার্কের সৌন্দর্য বৃদ্ধির কাজ করা হয়েছে। পার্কটির সৌন্দর্য বৃদ্ধির জন্য আরো জায়গা সম্প্রসারণ করার চেষ্টা চলছে। নদীর উপর ঝুলন্ত সেতু নির্মাণ করে নদীর ওপারেও জায়গা সম্প্রসারণ করা হবে।
নীলিমা কপোতাক্ষ ইকোপার্কে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়
https://www.facebook.com/dailysuprovatsatkhira/