Site icon suprovatsatkhira.com

নবারুণ বালিকা বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি রবি

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের একতলা একাডেমিক ভবনের উদ্বোধন এবং দ্বিতল ভবন সম্প্রসারণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ আগস্ট) সকালে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. আমিনুর রহমান উল্লাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন ও দ্বিতল ভবন সম্প্রসারণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আবু জায়েদ বিন গফুর প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, মো. সেলিমুল ইসলাম, সিনিয়র সহকারি শিক্ষক নাজমুল লায়লা, সাবিনা শারমিন, ফারুক হোসেন, মালানা আক্তারুজ্জামান, শামীম পারভেজ প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় এমপি রবি বলেন, ‘আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার প্রসার ঘটাতে মানসম্মত শিক্ষা ব্যবস্থা চালু করেছেন। সেই লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনসহ বিভিন্ন শিক্ষা উপকরণ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিচ্ছেন। দেশের শিক্ষা ব্যবস্থাসহ সকল উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকার কাজ করছে।’
এসময় বিদ্যালয়ের শিক্ষকরা তাদের অনুভ‚তি ব্যক্ত করে বলেন, ‘সদর আসনের সংসদ সদস্য এমপি রবির ঐকান্তিক প্রচেষ্টায় সাতক্ষীরা সদরে শিক্ষা প্রতিষ্ঠানে একাধিক নতুন ভবন ও রাস্তা-ঘাটসহ বিভিন্ন সেক্টরে উন্নয়ন করেছেন। যা বিগত সময়ে কোন এমপি করতে পারেনি। একতলা একাডেমিক ভবন উদ্বোধনের পূর্বেই দ্বিতল ভবন ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ হচ্ছে। সাতক্ষীরা সদরে বিগত সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের এত বেশি নতুন ভবন আর কখনও পায়নি। এ উপকার বিদ্যালয়টি সারা জীবন মনে রাখবে।’
প্রসঙ্গত, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৫৮ লক্ষ টাকা ব্যয়ে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের একতলা একাডেমিক নব-নির্মিত (চারতলা ভীত বিশিষ্ট) ভবনের উদ্বোধন করেন এবং ১ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে ঊর্ধ্বমুখী দ্বিতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় চারতলা বিশিষ্ট বিদ্যমান একতলা একাডেমিক ভবন এবং উক্ত ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version